Number (বচন)
যাহা দ্বারা কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় তাকে Number বলে। Number এর উৎপত্তি মূলত Noun থেকে।
Number এর প্রকারভেদ:
Number দুই প্রকার। যথা:
1. Singular Number (এক বচন)
2. Plural Number (বহু বচন)
1. Singular Number (এক বচন):
যে Noun দ্বারা কেবলমাত্র একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে Singular Number বলে।
Boy, girl, man, pen etc.
2. Plural Number (বহু বচন):
যে Noun দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে Plural Number বলে।
Boys, girls, men, pens etc.
Number পরিবর্তনের নিয়মঃ
Singular Number কে Plural Number এ রূপান্তরের নিয়ম সমূহ অত্যন্ত সহজভাবে নিম্নে তুলে ধরা হলো।
Rule 1:
সাধারণত Singular Noun এর শেষে S যোগ করে Plural করতে হয়। যেমনঃ
Singular Plural
Teacher - Teachers
Name - Names
Room - Rooms
Sound - Sounds
cap - caps
Can - Cans
Game - Games
Fig - Figs
Night - Nights
Year - Years
Student - Students
Bird - Birds
Wall - Walls
Net - Nets
Rule 2:
যে Noun এর শেষে s, ss, sh, x ও z থাকে তাদের শেষে es যোগ করে Plural করতে হয়।
Bus -Buses
Class - Classes
Ass - Asses
Address - Addresses
Fish - Fishes
Box - Boxes
Fox - Foxes
Rule 3:
যে Noun এর শেষে ch থাকে এবং এর উচ্চারণ চ এর মতো হয় তাদের শেষে es যোগ করে Plural করতে হয়।
Bench - Benches
Match - Matches
Catch - Catches
Rule 4: যে Noun এর শেষে ch থাকে এবং এর উচ্চারণ ক এর মতো হয় তাদের শেষে শুধুমাত্র s যোগ করে Plural করতে হয়।
Stomach - Stomachs
Monarch - Monarchs
Conch - Conchs
Rule 5:
কোনো Noun এর শেষে y থাকলে এবং সেই y এর আগে Consonant থাকলে তার Plural করার সময় y এর স্থানে i হয় তারপর es যোগ করে Plural করতে হয়।
Family - Families
Copy - Copies
City - Cities
Lady - Ladies
Fly - Flies
Factory - Factories
Body - Bodies
Story - Stories
Sky - Skies
Baby - Babies
Curry - Curries
Country - Countries
Belly - Bellies
Energy - Energies
Rule 6: Noun এর শেষে y থাকলে এবং সেই y এর আগে Vowel থাকলে শুধু s যোগ করে Plural করতে হয়।
Boy - Boys
Day - Days
Play - Plays
Monkey - Monkeys
Toy - Toys
Key - Keys
Journey - Journeys
Donkey - Donkeys
Rule 7:
Noun এর শেষে f বা fe থাকলে f এর পরিবর্তে v বসিয়ে তারপর es বসাতে হয়।
Wife - Wives
Knife - Knives
Leaf - Leaves
Thief - Thieves
Life - Lives
Self - Selves
Wolf - Wolves
Calf - Calves
Half - Halves
Loaf - Loaves
Shelf - Shelves
Elf - Elves
Rule 8:
কিছু কিছু ক্ষেত্রে Noun এর শেষে f বা fe থাকলে ও শুধু s যোগ করে Plural করতে হয়।
Chief - Chiefs
Proof - Proofs
Dwarf - Dwarfs
Safe - Safes
Roof - Roofs
Hoof - Hoofs
Gulf - Gulfs
Grief - Griefs
Rule 9: Noun এর শেষে o থাকলে এবং o আগে Consonant থাকলে শেষে es যোগ করে plural করতে হয় :
Mango - Mangoes
Potato -Potatoes
Boffalo -Buffaloes
Negro - Negroes
Tomato -Tomatoes
Hero -Heroes
Echo -Echoes
Volcano - Volcanoes
Rule 10: Noun এর শেষে o থাকলে এবং o আগে vowel থাকলে শুধু s যোগ করে plural করতে হয় :
bamboo - bamboos
cuckoo - cuckoos
studio - studios
folio - folios
Rule 11: কিছু Noun এর ভিতরের vowel পরিবর্তন করে plural করতে হয়:
Man - Men
Woman - women
Mouse - Mice
Louse - Lice
Rule 12: কিছু কিছু ক্ষেত্রে কোনো নিয়ম ছাড়াই মুখস্ত করে plural করতে হয়:
Child - Children
Ox - Vixen
Mr - Messers
Madam - mesdames
No comments:
Post a Comment