English Grammar in Bangla
Person (পুরুষ)
সংজ্ঞা:
সাধারনভাবে Verb এর কর্তাকে Person বলে। যথা:
I read a book.
He runs fast.
প্রথম Sentence এ read Verb এর কর্তা "I" সুতরাং এখানে "I" একটি Person.
Person এর প্রকারভেদঃ
Person ৩ প্রকার। যথা:
1. First Person (উত্তম পুরুষ)
2. Second Person (মধ্যম পুরুষ)
3. Third Person (নাম পুরুষ)
First Person:
কোনো Sentence এ যে ব্যক্তি বক্তব্য পেশ করে অথবা যার দ্বারা Verb এর কাজটি সম্পন্ন হয় তাকে First Person বলে।
যেমন: I, we. my, mine, us, ours etc.
I drink milk.
We shall help him. etc.
Second Person:
যাকে উদ্দেশ্য করে বক্তব্য পেশ করা হয় বা যে বক্তব্য শোনে তাকে Second Person বলে।
যেমনঃ You, yours, yourself, thyself.
You are a good student.
Your can do it.
Third Person:
যার বা যাদের সম্মন্ধে কিছু বলা হয় তাকে বা তাদেরকে Third Person বলে।
যেমনঃ He, she, they, his, it, its, their, them etc
Tania writes a letter.
It is an orange.
They are playing football.
No comments:
Post a Comment