Tuesday, October 24, 2017

Voice in Grammar

Voice
বাচ্য

ক্রিয়া (Verb) প্রকাশের ধরণকে বাচ্য বলে। 

Voice ২ প্রকার। যথাঃ 
1. Active Voice 
2. Passive Voice


Voice পরিবর্তনের নিয়ম:
Active to Passive

Rule 1:
Active Voice এর Object কে Passive Voice এ Subject করতে হবে।

Rule 2:
Active Voice এর Subject  কে Passive Voice এ Object করতে হবে এবং তার পূর্বে by বসাতে হবে। 
কিন্তু Principal verb, known হলে by এর পরিবর্তে to, pleased হলে at এবং surprised হলে with বসবে।
[known to]
[pleased at ]

[surprised with]

Rule 3:
Active Voice এর Auxiliary Verb নিম্নের নিয়মে পরিবর্তন করতে হবে
Present Indefinite Tense     : am/is/are
Past Indefinite Tense          : was/were
Future Indefinite Tense      : shall be/will be

Present Continuous Tense   :   am being/is being/are being
Past Continuous Tense        :   was being/were being
Future Continuous Tense    :   shall be being/will be being

Present Perfect Tense     : have been/has been
Past Perfect Tense          : had been
Future Perfect Tense      : shall have been/will have been

Rule 4:
can, could, may, might, should, would, must, ought to, going to এগুলোর পরে be বসাতে হবে।

Rule 5:
Active Voice এর Principal verb কে Past Participle form এ পরিবর্তন করতে হবে

Example:

Active: I eat rice.
Passive: Rice is eaten by my.

Active: They play football.
Passive: Football is played by them.

Active: He killed a bird.
Passive: A bird was killed by him.

Active: I know him.
Passive: He is known to me.

Active: I know him.
Passive: He is known to me.

Active: He pleased me.
Passive: I was pleased at him.

Active: He surprised me.
Passive: I was surprised with him.











Thursday, October 5, 2017

English Grammar Learning in Bangla | Tense

Tense (কাল)


সংজ্ঞা:
ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় কে Tenses বলে। 
The time of a verb is called Tense.

যেমন: সে যায়  - He goes.
          সে গিয়েছিলো - He went. 
          সে যাবে - He will go.

এই যে যাওয়া কাজটি (Verb) বিভিন্ন সময় সম্পন্ন হচ্ছে অর্থাৎ কখনো বর্তমানে, কখনো অতীতে বা কখনো ভবিষ্যতে সম্পন্ন হচ্ছে একেই Tense (কাল) বলে।  

Tense এর প্রকারভেদঃ

Tense প্রথমত তিন প্রকার। যথা:
1. Present Tense (বর্তমান কাল)
2. Past Tense (অতীত কাল)
3. Future Tense (ভবিষ্যৎ কাল)

এই তিন প্রকারের প্রত্যেকটিকে আবার ৪ ভাগ করে মোট ১২ ভাগে বিভক্ত করা হয়েছে। যথা:

1. Present Indefinite Tense/Simple Indefinite Tense
2. Present Continuous Tense
3. Present Perfect Tense 
4. Present Perfect Continuous Tense

5. Past Indefinite Tense
6. Past Continuous Tense
7. Past Perfect Tense 
8. Past Perfect Continuous Tense

9. Future Indefinite Tense
10. Future Continuous Tense
11. Future Perfect Tense 
12. Future Perfect Continuous Tense

নিম্নে এই গুলোর বিস্তারিত বিবরণ দেয়া হলো 

PRESENT TENSE


1. Present Indefinite Tense

সংজ্ঞা:
কোনো কাজ বর্তমান কালে সচরাচর হয় বা হয়ে থাকে বুঝলে তাকে Present Indefinite Tense বলে । এছাড়া চিরন্তন সত্য (Universal Truth) বা অভ্যাসগত সত্য (Habitual Truth) বুঝলেও তাকে Present Indefinite Tense বলে 

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে এ, ও, য়, ই  ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Principal Verb এর Present form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
Subject+Principal Verb এর Present form+Object+Extension

Note:
1. Subject third person singular number হলে Verb এর শেষে s বা es যোগ করতে হবে 
2. Assertive Sentence কে Negative অথবা Interrogative করতে হলে Subject এর পূর্বে do বা does বসাতে হবে।

উদাহরণ:
আমি বই পড়ি - I read a book.
সে বই পড়ে - He reads a book.

2. Present Continuous Tense

সংজ্ঞা:
কোনো কাজ বর্তমান কালে চলিতেছে বুঝালে তাকে Present Continuous Tense বলে 

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে তেছে, তেছি, তেছ ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে am, is অথবা are তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(am/is/are)+(Principal Verb+ing)+(Object)+(Extension)

Note:
Subject First Person Singular Number হলে am,  
Subject Third Person Singular Number হলে is এবং 
বাকি সব ক্ষেত্রে  are বসবে

উদাহরণ:
আমি বই পড়িতেছি  - I am reading a book.
সে বই পড়িতেছে   - He is reading a book.

3. Present Perfect Tense

সংজ্ঞা:
কোনো কাজ শেষ হয়েছে কিন্তু উহার ফল এখনো বিদ্যমান আছে এরূপ বুঝলে তাকে Present Perfect Tense বলে 

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে য়াছে , য়াছি, য়াছ ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে have অথবা has তারপর Principal Verb এর Past Participle form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(have/has)+(Principal Verb এর Past Participle form)+(Object)+(Extension)

Note:
Subject Third Person Singular Number হলে has এবং 
বাকি সব ক্ষেত্রে  have বসবে

উদাহরণ:
আমি ভাত খাইয়াছি - I have eaten rice.
সে ভাত খাইয়াছে   - He has eaten rice.

4. Present Perfect Continuous Tense

সংজ্ঞা:
বর্তমানে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় যাবৎ চলিতেছে বুঝলে তাকে Present Perfect Continuous Tense বলে 

চেনার উপায়:
সময় উল্লেখ পূর্বক বাংলা ক্রিয়ার শেষে তেছে, তেছি, তেছ ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে have been অথবা has been তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(have been/has been)+(Principal Verb এর সাথে ing যোগ)+(Object)+(Extension)

Note:
1. Subject Third Person Singular Number হলে has been এবং 
বাকি সব ক্ষেত্রে  have  been বসবে
2. বাংলা বাক্য এর মধ্যে ধরিয়া বা যাবৎ থাকলে for এবং হইতে থেকে থাকলে since বসাতে হবে 

উদাহরণ:
আমি এক ঘন্টা যাবৎ পড়িতেছি - I have been rading for one hour.
সোমবার হইতে বৃষ্টি হইতেছে   - It has been raining since monday.


PAST TENSE


5. Past Indefinite Tense

সংজ্ঞা:
অতীত কালে কোনো কাজ হয়েছিল বুঝলে তাকে Past Indefinite Tense বলে 

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে, ছিল ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Principal Verb এর Past form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
Subject+Principal Verb এর Past form+Object+Extension

Note:

Assertive Sentence কে Negative করতে হলে Subject এর পরে did এবং Interrogative করতে হলে Subject এর পূর্বে did বসাতে হবে।

উদাহরণ:
আমি ভাত খেয়েছিলাম - I ate rice.
সে স্কুলে গিয়েছিলো - He went to school.


6. Past Continuous Tense

সংজ্ঞা:
অতীত কালে কোনো কাজ কিছু সময় যাবৎ চলিতেছিল বুঝলে তাকে Past Continuous Tense বলে 

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে was অথবা were তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(was/were)+(Principal Verb+ing)+(Object)+(Extension)

Note:
Subject First Person Singular Number ও Subject Third Person Singular Number হলে was  এবং বাকি সব ক্ষেত্রে  were বসবে

উদাহরণ:
আমি বই পড়িতেছিলাম   - I was reading a book.
তাহারা খেলিতেছিলো    - He were playing.

7. Past Perfect Tense

সংজ্ঞা:
অতীত কালে দুটি কাজ সংঘটিত হলে পূর্বে সংঘটিত কাজটিকে Past Perfect Tense এবং শেষে সংঘটিত কাজটিকে Past Indefinite Tense বলে 

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে, ছিলইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে had তারপর Principal Verb এর Past Participle form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(had)+(Principal Verb এর Past Participle form)+(Object)+(Extension)

Note:
before এর পূর্বে Past Perfect Tense অংশ বসবে এবং after এর পরে Past Perfect Tense অংশ বসবে

উদাহরণ:
ডাক্তার আসার পূর্বে রুগীটি মারাগেলো - The patient had died before the doctor came.

ডাক্তার আসার পর রুগীটি মারাগেলো - The patient died after the doctor had come.
বৃষ্টি আসার পূর্বে আমরা বাড়ি পৌঁছলাম - We had arrived home before the rain came.
বৃষ্টি আসার পরে আমরা বাড়ি পৌঁছলাম - We arrived home after the rain had come.

8. Past Perfect Continuous Tense

সংজ্ঞা:
অতীত কালে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় যাবৎ চলছিল বুঝলে তাকে Past Perfect Continuous Tense বলে 

চেনার উপায়:
সময় উল্লেখ পূর্বক বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে had been তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(had been)+(Principal Verb এর সাথে ing যোগ)+(Object)+(Extension)


উদাহরণ:
আমি এক ঘন্টা যাবৎ পড়িতেছিম  - I had been reading for one hour.
সোমবার হইতে বৃষ্টি হইতেছিল    - It had been raining since monday.


FUTURE TENSE

9. Future Indefinite Tense

সংজ্ঞা:
ভবিষ্যৎ কালে কোনো কাজ ঘটবে বুঝলে তাকে Future Indefinite Tense বলে 

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে ইব, ইবা, ইবে ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb shall বা will তারপর Principal Verb এর Present form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(shall/will)+(Principal Verb এর Present form)+Object+Extension

Note:
Subject First Person হলে shall বসবে বাকি সব ক্ষেত্রে will বসবে।


উদাহরণ:
আমি বই পড়িব  - I shall read a book.
সে বই পড়িবে  - He will read a book.


10. Future Continuous Tense

সংজ্ঞা:
ভবিষ্যৎ কালে কোনো কাজ চলিতে থাকবে বুঝলে তাকে Future Continuous Tense বলে 

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকিবা, তে থাকিব ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে shall be অথবা will be তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(shall be/will be)+(Principal Verb+ing)+(Object)+(Extension)

উদাহরণ:
আমি বই পড়িতেথাকিব  - I shall be reading a book.
সে বই পড়িতেথাকিবে    - He will be reading a book.

11. Future Perfect Tense

সংজ্ঞা:
ভবিষ্যৎ কালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বুঝলে তাকে Future Perfect Tense বলে 

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে য়া থাকিবে, য়া থাকিবা, য়া থাকিব ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে shall have অথবা will have তারপর Principal Verb এর Past Participle form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(shall have/will have)+(Principal Verb এর Past Participle form)+(Object)+(Extension)

উদাহরণ:
আমি ভাত খাইয়াথাকিব  - I shall have eaten rice.
সে ভাত খাইয়াথাকিবে    - He will have eaten rice.

12. Future Perfect Continuous Tense

সংজ্ঞা:
ভবিষ্যৎ কালে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় যাবৎ চলতে থাকবে বুঝলে তাকে Future Perfect Continuous Tense বলে 

চেনার উপায়:
সময় উল্লেখ পূর্বক বাংলা ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকিবা, তে থাকিব ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে shall have been অথবা will have been তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(shall have been/will have been )+(Principal Verb+ing)+(Object)+(Extension)

উদাহরণ:
আমি এক ঘন্টা যাবৎ পড়িতেথাকিব  - I shall have been rading for one hour.
এক সপ্তাহ যাবৎ আমাদের পরীক্ষা চলিতে থাকিবে- Our examination will have been going on for a weak.




List of best schools in Dhaka

List of best schools in Dhaka and their websites Following schools are the top level schools in Dhaka even all over the country: 1. Mo...